শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার ভালকাকুড়া গ্রামে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শেরপুর শহরের বাকরাকসা মহল্লার মোরাদ মিয়ার সন্তান বিপ্লব হোসেন বিকেলে মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাট যাচ্ছিলেন। যাওয়ার পথে ভালকাকুড়া গ্রামে পৌছলে ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী রেহেনা বেগম রাস্তা পার হওয়ার সময় নারীকে রক্ষা করতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একই সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা খেয়ে রেহেনা বেগমের পা ভেঙে যায়। আশপাশে কোন লোক না থাকায় অনেকক্ষন তারা রাস্তায় পড়ে থাকে। পরে পথচারিরা তাদের উদ্ধার করে দুজনকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষনা করেন। রেহেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
নালিতাবাড়ী স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহামেদ বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে বিপ্লব হোসেনকে মৃত অবস্থায় আনা হয়। আর আহত নারীর বাম পা ভেঙ্গে যায়। তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহামেদ বাদল বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম