ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গভর্ধারণ রোধ করি'। এরই ধারাবাহিকতায় ২য় দিনের মতো কালিকচ্ছ পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, নবনির্বাচিত কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল