রংপুরের গঙ্গাচড়া নৌকা প্রতীকে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার নোহালী ইউনিয়নে দুর্বৃত্তরা নৌকা প্রতীকে আগুন দিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে এই উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে রবিবার দিনভর নৌকা প্রতীকের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
শনিবার রাতে জাপা প্রার্থীর বাড়ির কাছে নৌকা প্রতীকে আগুন দেয়া হয়। এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন গঙ্গাচড়া থানার ওসি।
নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ টিটুলের দাবি, শনিবার রাতে ইউনিয়নের নোহালী এলাকায় লাঙল প্রতীকের প্রার্থীর বাড়ির পাশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের বাড়ির সামনে রাস্তার ওপর টাঙানো তার নৌকা প্রতীক এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগিয়ে দেয় লাঙল প্রতীকের প্রার্থীর লোকজন। তবে অভিযোগ অস্বীকার করে লাঙল প্রতীকের প্রার্থী আশরাফ আলী বলেন, কে- বা কারা আগুন লাগিয়েছে তা তার জানা নেই।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, নৌকা মার্কা প্রার্থী অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে
বিডি প্রতিদিন/হিমেল