গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়া, নৌকার বিপক্ষে কাজ করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদের ৯ জনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও আরও ৬ জনকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় এ সিদ্বান্ত গ্রহণ করা হয় বলে দলীয় সুত্রে জানা যায়।ওই সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান শেখ।
যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বকসী, সহ-দপ্তর সম্পাদব হরিপদ সরকার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিজানুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার।
এছাড়াও শোকজ করা ৬ জন হলেন উপজেলার কমিটির সদস্য প্রদীপ চন্দ্র সরকার, কানাই চন্দ্র সেন, অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম ও ওয়াহেদ আলী, প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মিয়া দুলাল এ ব্যাপারে বলেন, দলীয় ৪৭(ক) ধারা মোতাবেক দলের বিপক্ষে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়া ও বিপক্ষের প্রার্থীকে সহযোগিতা করায় তাদের দল থেকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন