টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যায় সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হোন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত শিকদার। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন স্থানীয় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম সিরাজুল কবির কাউসার।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুখ, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই