পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের দলীয় উপজেলা কার্যালয়ের মধ্যে দলীয় উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহীন শাহ ও পৌর মেয়র আহসানুল হক তুহিন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে চার সাংবাদিক, নারী কর্মীসহ উভয় গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দলীয় কার্যালয়সহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত চার সাংবাদিক হচ্ছেন যুগান্তরের প্রতিনিধি মো. সোহাগ রহমান, এশিয়ান টিভির মো. জসিম উদ্দিন, আনন্দ টিভির সোহেল আরমান ও মুক্ত খবরের মো. নেছার উদ্দিন এবং আওয়ামী লীগের নারী কর্মীদের মধ্যে আহত হয়েছেন মোসা. সেলিনা আক্তার, কোহিনুর বেগম, মোসা. নাসিমা বেগম, মোসা. রিনা বেগম, লিপি আক্তার, কলি আক্তার, মাকসুদা বেগম, পৌর কাউন্সিলর সমীর পাল, মো. মইন, মো. মনির হোসেন, মো. আন্নাফি, মো. নবীন, আব্দুল খালেক, ডাকু সরদার, শাকিল আহমেদ, কবির হোসেন, ইদ্রিসুর রহমার, তানভীর আহমেদ, সোহাগ প্যাদা, মান্নান প্যাদা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। কিছু বুঝে ওঠার আগেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। বিষয়টি দুঃখজনক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন