সিরাজগঞ্জের শাহাজদপুরে গুলনাহার পারভিন মিনু (৩০) নামে এক গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামীসহ তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা।
মঙ্গলবার ভোরে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে ঢাকার সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নির্যাতিত গৃহবধূর স্বামী শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে মো. মেহেদী সুজন (৪৩) ও তার ভাই মো. সুমন (৩৫) ও তার মা ময়না (৫৫)।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিত্তে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২-এর উপ অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন