গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাবর এলাকায় শুক্রবার দুপুরে সফিকুল ইসলামের জুটের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তম্মা সিংহ জানান, পানি না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/কালাম