সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। একদিকে বিএনপির সমাবেশ চলছে অন্যদিকে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ চলছে।
আজ দুপুর দুইটার দিকে ইসলামিয়া কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশ মিছিল নিয়ে আসার পথে শহরের জেসি রোডস্থ এলাকায় আওয়ামী লীগ কর্মীরা ইটপাটকেল নিপেক্ষ করলে এ সংঘর্ষ বেঁধে যায়।
সমাবেশস্থলের পাশেই একটি সেতুর দুই প্রান্ত দুই দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষে জেসি রোড ও বিএ কলেজ রোড এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। বর্তমানেও দুপক্ষের সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা