কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙে ভিতরে আবারও বন্য হাতির দল তাণ্ডব চালিয়েছে। এই দলটিতে আনুমানিক বাচ্চাসহ ১০টির অধিক বন্যহাতি ছিল। পার্কের কর্মকর্তারা ধারণা করছেন খাবারের সন্ধানে দলটি পার্কে ঢুকে পড়ে।
বৃহস্পতিবার দিনের কোনো এক সময় বন্য হাতির দলটি পার্কের দক্ষিণ-পূর্ব সীমান্তের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পার্ক কর্তৃপক্ষ জানায়, বন্যহাতির দলে ছোটবড় ১২-১৩টি হাতি ছিল। এর মধ্যে কয়েকটি হাতি সকালের দিকে বেরিয়ে গেলেও বাকি ৯-১০টি হাতি পার্কের ফলদ ও বনজ বাগানে ব্যাপক তাণ্ডব চালায়। সেখানে খাবারের সন্ধান পাওয়ায় কোনোভাবেই বন্য হাতিগুলো সরানো যাচ্ছে না। এ অবস্থায় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা ওইসব এলাকায় কড়া পাহারা বসিয়েছে। যাতে হাতিগুলো পার্কের বন্য প্রাণী বেষ্টনী তথা পর্যটক-দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর জায়গায় আসতে না পারে।
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, গত তিন মাস আগে খাবারের সন্ধানে শাবকসহ ১৯টি বন্য হাতির একটি দল পার্কের ভিতর ঢুকে তাণ্ডব চালায়। এতে ফলদ ও বনজ গাছগাছালির ব্যাপক ক্ষতি হয়। এবারও একটি হাতির পাল সেই বাগানে হানা দিয়েছে।
তিনি আরও বলেন, পার্কে আগত দর্শনার্থীদের ভ্রমণের স্থান বন্যপ্রাণীর বেষ্টনী এলাকায় যাতে বন্য হাতিগুলো আসতে না পারে, সে জন্য পার্কের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল