বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আজ মঙ্গলবার আলোচনাসভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে কলেজ চত্তর থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে আরোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুসহ পৌর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভায় সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
বিডি প্রতিদিন/এএ