মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিত গত ১ জানুয়ারি স্বতন্ত্রপ্রার্থী আনিসুর রহমানসহ ৩৫ জনের নামে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রতীক প্রাপ্ত আব্দুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাচামারা ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় এবং সর্মথকদের মধ্যে হুমকি-ধামকি এবং প্রতীকে আগুন দেওয়াসহ কোথাও কোথাও প্রতীক পোড়ানোর অভিযোগ রয়েছে। জিরো টলারেন্স নীতি ঘোষণার পরেও বিভিন্ন স্থানে চলছে এসব ঘটনা। গত ১ জানুয়ারি (শনিবার) বাচামারা ইউনিয়নে নৌকা প্রতীক প্রাপ্ত আব্দুর রশিদ দৌলতপুর থানায় স্বতন্ত্রপ্রার্থী আনিসুর রহমানসহ ৩৫ জনের নামে নৌকার আদলে তৈরি করা প্রতীক পোড়ানোর জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক প্রাপ্ত আনিসুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট, আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যা অভিাযোগ দায়ের করেছেন। আমার বিরুদ্ধে নৌকা পোড়ানোর যে অভিযোগ আনা হয়েছে সেই কাজটি নৌকার সমর্থক মালেক কইটালসহ কয়েকজন মিলে করেছে।
স্থানীয়রা জানান, নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ প্রশাসনের কাছে আমাদের কাম্য, কোন রকম হানাহানি আমাদের কাম্য নয়, আমরা চাই সুষ্ঠু নির্বাচন।
এ ব্যাপারে জামাল কইটালের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দৌলতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন।
বিডি প্রতিদিন/আরাফাত