যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৬টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। লেবুতলা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ২৪টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে চলছে ভোটগ্রহণ। শীত ও ঘন কুয়াশার মধ্যেও সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ২১৫টি ভোট কেন্দ্রে মোটা ভোটার ৪ লক্ষ ২১ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১২ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার দুই লক্ষ ৮৯ হাজার ৯৭৩ জন।
এছাড়া কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ১০৪টি কেন্দ্রে মোট ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২০৮ জন এবং নারী ভোটার ৯১ হাজার ৭৫৭ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই উপজেলায় ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন রয়েছে। পুলিশের স্ট্রাইকিং ফোর্স আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।
২৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৯ জন, সাধারণ ওয়ার্ডে এক হাজার ৯৪ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল