বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত উদ্যোগে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এমপির ব্যক্তিগত কার্যালয়ের সামনে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে শীতার্তদের মাঝে বিতরণের জন্য কম্বল তুলে দেন এমপি।
এসময় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন লিটা ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে শীতার্তদের জন্য ৫ হাজার কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই