দিনাজপুরের কাহারোলে গাইডওয়াল ভেঙে চাপা পড়ে দেলোয়ার হোসেন নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছেন। বুধবার সকালে জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের ব্যবসায়ী মো. সহিদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৩২) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের আসাম মিস্ত্রিপাড়ার ফজর আলীর ছেলে।
কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেকের নেতৃত্বে একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. দেলোয়ার হোসেনকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাহারোলে গাইডওয়াল ভেঙে চাপা পড়ে দেলোয়ার হোসেন নামে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম