শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালীন এক শিক্ষার্থী বলেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে নানা অনিয়ম করে আসছেন। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিক ভাবে দিলেও শিক্ষকরা তাদের নম্বর কম দিচ্ছেন। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকের। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান।
আমাদের ঠিকমত ক্লাস নেন না। দেশের অন্য এটিআই থেকে আমাদের এটিআইতে ভর্তির জন্য ৭০০ টাকা বেশি নেওয়া হয়। এসব অনিয়মের মূল হোতা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। পরে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবী মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিছু দাবী নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দিবে- এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। তবে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাস ব্যস্ততার কথা জানিয়ে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
বিডি প্রতিদিন/আবু জাফর