বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিনের মোড়কে চাল, ডালসহ নানা ধরণের পন্য বাজারজাত করার অপরাধে সাত ব্যাবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বেলা ১১টার দিকে মোলেরগঞ্জ সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রসিকিউশন অফিসার মো. সরোয়ার আলম এসময় তার সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিসমিল্লাহ পোল্ট্রিফিড, জয়গুরু ভান্ডার, কার্তিক স্টোর, সাজু ভান্ডার, ভাই, ভাই ভান্ডার, গৌতম স্টোর ও নাসির স্টোর।
এ বিষয়ে সহকারি কমিশনার মো. আলী হাসান বলেন, বাজারজাত পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে নিষিদ্ধ পলিথিনের মোড়ক ব্যবহার করার অপরাধে ওই ব্যবসায়ীদেরকে প্রাথমিক পর্যায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে একই অপরাধ পাওয়া গেলে জরিমানাসহ কারাদণ্ডও দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ