৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী বগুড়ার ৪ উপজেলার ২৩ ইউপির নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে ভোটের মাঠ। এরই মধ্যে ভোটের মাঠে নজর কেড়েছে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা।
বগুড়ার সোনাতলা উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন সহোদর দুই ভাই। উপজেলার দিগদাইড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলী তৈয়ব শামীম (নৌকা) ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। দুই দল থেকে আপন দুই ভাই একই পদে নির্বাচনে অংশ নেওয়ায় ইউনিয়ন জুড়ে চলছে নানা আলোচনা।
জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৪ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন বুলু মন্ডলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম এবারও নৌকা পেয়েছেন। প্রার্থীতা ও প্রতীক নিশ্চিত হওয়ার পর থেকে তিনি গণসংযোগ শুরু করেছেন।
তিনি জানান, গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে সাধ্যমত ইউনিয়নের উন্নয়ন কাজ করেছেন। জনগণ তাকে আবারো ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে তিনি অসমাপ্ত কাজগুলো শেষ ও নতুন নতুন কাজে হাত দিবেন।
অপরদিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী আলী তৈয়ব শামীমের সহোদর বিএনপি নেতা মোস্তাক আহমেদ তরুণ। তিনিও এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছে। তিনি জানান, ভোটাররা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তিনি এলাকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবেনন। এছাড়া তিনি তার মরহুম বাবা সাবেক চেয়ারম্যান বুলু মন্ডলের স্বপ্ন পূরণ করতে চান।
নির্বাচনের রিটার্নিং অফিসার আছিয়া খাতুন জানান, চেয়ারম্যান পদে দুই সহোদরসহ চারজন প্রার্থী। সকল প্রার্থী সুষ্ঠুভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, ২৩ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন হবে। অবাধ নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল