শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীর জেলা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
স্বাশিপ এর জেলা সভাপতি ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখার আহ্বায়ক প্রভাষক এম. সুশান্ত সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান, সহ-কারী অধ্যাপক আকবর হোসেন সরদার, অধ্যাপক হারুনুর রশিদ, সহ-কারী অধ্যাপক মো: সাইফুল্লাহ, আব্দুলাহ আল মামুন আব্দুর রউফ, তাহমিনা বিলকিচ, প্রভাষক জাফরুল্লাহ প্রমূখ।
বক্তারা সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিও ভুক্তির ব্যবস্থা গ্রহণ, ঐতিহাসিক মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষাণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা, বাস্তাবায়ান করা সহ ৮ দফা দাবি করেন। পরে বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন