বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
অভিযান চলাকালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় মিনিস্টার ইলেক্ট্রনিক্স শো রুমকে ৩ হাজার, শাহজাহান কমপ্লেক্সকে আড়াই হাজার এবং এলএফজি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।