ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নে জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় মামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করেন ক্ষেতলাল উপজেলা তথ্য কেন্দ্র।
নারীদের নিয়ে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, তথ্যসেবা কর্মকর্তা ইমরানা হক প্রমুখ।
এই উঠান বৈঠকে স্থানীয় শিক্ষার্থী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ