নওগাঁয় ১০ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে নারী বীর মুক্তিযোদ্ধা ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের হাতে ক্রেস্ট, উত্তরীয় তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সম্মাননা প্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার কাজীপাড়া মহল্লার শাহিদা বেগম, রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মায়া বাংলা, রাসমনি সূত্রধর, মৃত সুষমা পাল, কালী রাণি পাল, গীতা রানি পাল, মুক্তি রানী পাল, পূর্ণিমা রানী পাল, মৃত সন্ধ্যা রানী পাল ও সাপাহার উপজেলার তিলনা গ্রামের মৃত পান বিলাসী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্ত, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও নারী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম