কক্সবাজারের চকরিয়ায় ১৩ মামলার পলাতক আসামি মো. ফারুককে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সেগুনবাগিছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক একই এলাকার নুরুল আলমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে একটি জিআরসহ তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়া ৯টি মামলার এজাহার নামীয় আসামী। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম