চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর ফাহিম নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিম জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের কামালপুর এলাকার খেসারির ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম গতকাল সোমবার সকালে খেলতে যাব বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খুঁজোখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে আজ মঙ্গলবার সাকলে এলাকাবাসী খেসারির ক্ষেতে ফাহিমের মরদেহ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুলাম দাস জানান, মরদেহের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ