দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই কিশোরকে সেফহোমে পাঠানোর নির্দেশ আদালতের। শনিবার দুপুরে তাদের নিরাপদ হেফাজতে (সেফহোম) পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, শুক্রবার দুপুরে চিরিরবন্দর এলাকায় বাড়ির পাশে খেলা করছিল নার্সারি পড়ুয়া শিশুটি। এ সময় নারিকেল দেওয়ার কথা বলে দুই কিশোর শিশুটিকে হরিরামপুর এলাকায় টিনে ঘেরা একটি কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় এক প্রতিবেশী ঘটনাটি দেখতে পেয়ে শিশুটির মাকে জানায়। তাদের দেখতে পেয়ে দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে শিশুটির মা চিরিরবন্দর থানায় মামলা করলে পুলিশ রাতেই ওই দুই কিশোরকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ওই দুই কিশোরকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে কিশোর অপরাধ আইনে নিরাপদ হেফাজতে পাঠানোর আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের নিরাপদ হেফাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্র। অপরজনের বয়স ১২, সে ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন/এএম