বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার মধ্যবর্তী শংখ নদীর পালংক্ষ্যং এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিকালে এই গোলাগুলি হয়। আজ রবিবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে ৪টি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আকতার জানান, শনিবার দুপুরে তারাছা ইউনিয়নের নোয়াপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একজনকে অপহরণ করে নিয়ে যাবার পথে প্রতিদ্বন্দ্বী অপর একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। সেনাবাহিনীর একাধিক টিমও ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পালংক্ষ্যং এলাকাটি রুমা না রোয়াংছড়ি উপজেলার অন্তর্ভূক্ত তা নির্ধারিত না হওয়ায় এখনো লাশগুলো উদ্ধার করা হয়নি।
সূত্র আরও জানায়, জনসংহতি কর্মী উনুমং মারমাকে যারা অপহরণ করেছিলেন তাদের গায়ে কমব্যাট পোশাক ছিল। মগ ন্যাশনাল লিবারেশন পার্টি (এমএনএলপি) সদস্যরা এ ধরনের কমব্যাট পোশাক পড়ে থাকেন। ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) এবং এমএনএলপি’র মধ্যে ওই গোলাগুলি হতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ