মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুরের মুক্তিযোদ্ধারা। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর
মুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী হালিমা খাতুন, শহীদুল ইসলাম, সুলতান হোসেন আশরাফুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোনাখালী গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে সেলিম রেজার নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা মৃত রমজান আলীর বাড়িঘর ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে ওই ঘটনার প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবী জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ