জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী তিন মাস ব্যাপী এই কর্মসূচি চলবে।
আজ রবিবার সকালে হাজি মোঃ নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালযের একাদশ শ্রেণির নবীণ বরণ উপলক্ষে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করেছে।
পরে হাজি মোঃ নূর ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ বিরোধী শপথ করানোর পাশাপাশি বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ