ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রবিবার দুপুরে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ শুরু হয়। এর আগে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ইউনিয়ন বিএনপি অংগ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ সহ বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকে।
পরে সম্মিলিতভাবে বিক্ষোভ করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আদম সুফী, দাউদ প্রধান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী, যুবদল নেতা মাহফুজার রহমান বাবু, পলাশ , হায়াতুন ও মাহিদুল ইসলাম দিপু প্রমুখ ।
বিডি প্রতিদিন/এএ