বগুড়ায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় জেলা পুলিশ প্রশাসন থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। শ্রদ্ধা নিবেদন করেন হাইওয়ে পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। সোমবার সকাল আটটায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি পালিত হয়। সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দিনব্যাপী দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সোমবার বেলা ১১টায় শহীদ টিটু মিলনায়তনে ৭মার্চ উপলক্ষে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করেছে বাংলার মুখ জেলা শাখা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন এতে সভাপতিত্ব করেন।
সোমবার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, মুজিব ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পণ, বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত যৌথ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফ। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/এএম