চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪শ’ ৫পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ নাছরিন আক্তার (২৩) নামের নারীকে পুলিশ আটক করেছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।
রবিবার রাতে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়াডের্র দেওয়ানজি কান্দি গ্রামের রফিক প্রধানের বাড়ির মিলন ফকিরের ঘর থেকে তাকে আটক করা হয়।
মতলব উত্তর থানা ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি নাছরিনকে তার স্বামীর ঘর থেকে আটক করা হয়। সে দেওয়ানজি কান্দি গ্রামের মিলন ফকিরের স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম