চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল পাশের আসাসনগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার কালিদাসপুর গ্রামের জয়নাল আবেদিনের পুরাতন রাইচ মিলের দেয়াল ভাঙার কাজে যান মনিরুল। কাজের একপর্যায়ে দেয়াল ধসে নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম