লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে ইউনিয়ন বিএনপি। এসময় আওয়ামী লীগের লোকজন সেই মিছিলে হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।
আজ শনিবার সন্ধ্যায় হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নে কাসিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সেই মিছিলে আওয়ামী লীগের লোকজন হামলা চালালে উভয় পক্ষের ৬ জন আহত হয়।
ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিউল ইসলাম বাদল জানান , দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালায় এবং একজনকে কুপিয়ে জখম করে। লাঠীর আঘাতে ৬ নেতাকর্মী আহত হয়। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
ওসি এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ