নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিসহ সরকারের অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাটসভায় বিএনপি নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতায় তীব্র সমালোচনা করে বলেন, দুর্নীতি, লুটপাটে নিমজ্জিত সরকার পরিকল্পিত ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কেটে নিজেদের পকেট পূর্ণ করছে। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন।
হাটসভায় বিএনপি নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতায় তীব্র সমালোচনা করে বলেন, দুর্নীতি, লুটপাটে নিমজ্জিত সরকার পরিকল্পিত ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কেটে নিজেদের পকেট পূর্ণ করছে। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, শহিদুল হক খান সুজন, রুহুল আমিন খান, আবদুল হান্নান এবং বুরহান হোসেনের নেতৃত্বে উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই বাজার ও বিলডোরা ইউনিয়নের বিলডোরা বাজার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির, আব্দুল হামিদ, আবু নাসের, আবুল কাশেম, হেলালুজ্জামান হেলাল, তাজবীর হোসেন অন্তর, সামাদ তালুকদার, সারোয়ার আহমেদ রুবেল, এনামুল হকের নেতৃত্বে স্বদেশী ইউনিয়নের নাশুল্লা ও ঘাষিগাও মোড় বাজারসহ অন্যান ইউনিয়নেও বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে বাজারে হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ফরহাদ আল রাজির নেতৃত্বে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও বাজার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা সহ সভাপতি ওয়াহেদ তালুকদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুস শহিদের নেতৃত্বে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারসহ বাজারে হাটসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বাজার, পাড়া, মহল্লায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন