বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে ওমর ফারুক নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সাউথখালীর ইউপি সদস্য আলামিন খান জানান, শিশুটির পিতা উপজেলার রাজাপুর গ্রামের রেজাউল কবির ও মা পারভিন বেগম জীবিকার কাজে চট্টগ্রাম থাকেন। এক সপ্তাহ আগে সেখান থেকে খালাতো বোন হাফিজার সাথে শিশু ওমর ফারুক উত্তর সাউথখালী গ্রামে তার মামা কবির মৃধার বাড়িতে বেড়াতে আসে। আজ রবিবার সাড়ে ১১ টায় বাড়ির সবার চোখ ফাকি দিয়ে শিশুটি খেলতে গিয়ে পুকুরে পরে যায়। পরে খোঁজাখুঁজির করে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ