ইউটিউব দেখে সিম ক্লোন করা শিখে মেহেরপুর জেলা প্রশাসকের মোবাইল নাম্বর ক্লোন করে টাকা আদায়ের ঘটনায় একজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ সাইবার ক্রাইম বিভাগ। গত ১১ মার্চ বরিশাল জেলার কাউনিয়া থানার একটি ভাড়া বাসা থেকে ইমরান হোসেন হিরা (২২) নামের একজনকে আটক করা হয়। ইমরান হোসেন হিরা একই থানার হায়দার আলীর ছেলে। আটকের বিষয়টি প্রেস ব্রিফিংএ নিশ্চিত করেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার জানান, গত ০৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের মাবাইল সিম ক্লোন করে গাড়ি চালক মোমিন হোসেনের কাছে দুই হাজার টাকা বিকাশ নাম্বারে দিতে বলে। গাড়ি চালক দুই হাজার টাকা বিকাশ করে টাকা পেয়েছেন কিনা জেলা প্রশাসককে জানতে চাইলে সিম ক্লোনের বিষয়টা জানাজানি হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ জহির উদ্দিন মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডাইরি করে। সেই সাধারন ডাইরির মূলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবদুল্লা আল মামুন সাইবার ক্রাইম মনিটরিং সেল মেহেরপুরসহ বরিশাল মেট্রোপলিটন ডিবির সহায়তায় কাউনিয়া থানা থেকে আসামি মোঃ ইমরান হোসেন হিরাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। আটক ইমরান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪ টি প্রতারনা মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।
বিডি প্রতিদিন/এএ