লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলা পরিষদের অর্থায়নে ও জেলা পরিষদের সদস্য মো. শাখাওয়াত হোসেন আরিফের সার্বিক সহযোগিতায় সংবর্ধনা ও এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিনের নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দুদকের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন।
জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নজির মিয়া।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক মোশারাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান এবং ১০টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, ১০জন অসুস্থ রোগীদের মাঝে নগদ টাকা বিতরণ, ১২টি ক্লাবে ১০২টি ক্রীড়া সামগ্রী বিতরণ ও ৫০জন মুসুল্লীর মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা