ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ কেজি গাঁজাসহ মো. ইমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক বহনকারী একটি ভ্যান জব্দ করা হয়।
গত শনিবার রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামের মৃত এনায়েতুর রহমানের ছেলে। রবিবার দুপুরে র্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব সদস্যরা নাটাই পূর্বপাড়া থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী আটক করে। পরে ভ্যান তল্লাশী করে ভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় রাখা টিনের বাক্স থেকে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ইমন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল