নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্দাইর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাত পাওয়া রিয়াদ মিয়া (১৩) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সে মারা যায়। এর আগে শনিবার দুপুরে তিনি প্রতিপক্ষের লাঠির আঘাতের শিকার হন। রিয়াদ খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের ফজুল হকের ছেলে। সে একই ইউনিয়নের পাঁচহাট গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল হক জানান, ১২ মার্চ দুপুরে ওই আন্দাইর গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে রিয়াদ পাশের একটি ট্রলিকে অতিক্রম করে যাচ্ছিল।
এসময় একই গ্রামের মিরাজ আলীর ছেলে ট্রলি চালক রামিম মিয়া (১৮) রিয়াদের সঙ্গে ঝগড়া জড়িয়ে যায়। এক পর্যায়ে রামিম লাঠি দিয়ে রিয়াদের ঘাড়ে আঘাত দিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা রিয়াদকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে রেফার করেন। তারপর চিকিৎসাধিন অবস্থায় রিয়াদ সেখানে রবিবার সকালে মারা যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন