মাদক রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলা সোহেল রানা (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুর জেলা দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডাদেশ প্রাপ্ত সোহেল মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৫ এপ্রিল মেহেরপুর ডিবির এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে একটি দল গাংনী উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় সোহেলের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই ঘটনায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইনস্পেক্টর খন্দকার শাহ আলম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সোহেল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা আদায়ের রায়; অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছিলেন পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন।
বিডিপ্রতিদিন/কবিরুল