টাঙ্গাইলের কালিহাতীতে তিন ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত আহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়।
রবিবার সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক বগুড়ার মাগুরগাড়ী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন আলম (৩০)। আহত টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের দানেছ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) এ ঘটনায় ওই সড়কে প্রায় দশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিলো।
পুলিশ জানায়, নিহত ট্রাক চালক শাহিন আলম বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শেরপুরগামী ট্রাক চলকের মৃত্যু হয় এবং আহত হয় অপর ট্রাক চালক রফিকুল।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার ফলে সড়কে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলে অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানগুলি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন