বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে প্রবেশ উপলক্ষে বাগেরহাটে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন দুই যুগে প্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবীদ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা কৃষকলীগের সহসভাপতি শেখ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু, বাংলা নিউজটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এস এস শোহান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, আজকের খবরের জেলা প্রতিনিধি আল আমিন খান, মো. সোহেল রানা ও বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদের কেক, মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
বিডি প্রতিদিন/এএ