বরিশালে করোনা শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। অপরদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে কমেছে রোগীর চাপ। মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২ জন রোগী।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী হাসপাতালে ভর্তি হননি এবং ছাড়াপত্র নিয়েও কেউ বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গত সোমবার রাতে ৪৪ জনের নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য।
এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম