জামালপুরের মেলান্দহ উপজেলায় সম্ভ্রমহানির শিকার হয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতারকৃত তামিম আহাম্মেদ স্বপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে মেলান্দহের শাহাজাতপুর গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। মানববন্ধনে আশামণির বাবা আবু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, নাজমুল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “১০ মার্চ মেলান্দহ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আশামনিকে কৌশলে ডেকে নিয়ে সাধুপুর কান্দারপাড়ায় একটি বাড়িতে দিনভর আটকে রেখে ধর্ষণ করে তামিম আহাম্মেদ স্বপন নামে এক বখাটে। পরে অপমান সইতে না পেরে বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে আত্মহত্যা করে আশামনি। এ ঘটনায় অভিযুক্ত স্বপনকে র্যাব গ্রেফতার করলেও স্বপনের সহযোগিদের চিহ্নিত করে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সময় বক্তারা অবিলম্বে স্বপনের সহযোগিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের এবং দ্রুত সময়ে বিচার করে স্বপনের ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে স্থানীয়রা।
বিডি প্রতিদিন/হিমেল