বগুড়া সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাই আসামিকে ঐদিন রাতেই আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের আদালত হতে সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করতে যায় সারিয়াকান্দি থানা পুলিশ। আসামি রেজ্জাক মিয়া (৬৫) জোড়গাছা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। ছিনতাই আসামি এবং এর সাথে জড়িতদের রাতেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম