নড়াইলে নিখোঁজ পিতা ওবাইদুর শিকদারকে খুঁজতে যেয়ে শিশু আরাফাত (১২) অপহৃত হয়ে ফিরলেন লাশ হয়ে। শনিবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে পিতাকে খুঁজতে যশোরের বসুন্দিয়ার উদ্দেশ্যে রওয়া হয়ে আরাফাত নিখোঁজ হয়।
মঙ্গলবার সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ প্রসঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবীর বলেন,‘অপহরণ করে হত্যার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। থানা পুলিশের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।’
বিডি প্রতিদিন/এএম