আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সিরাজগঞ্জ প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন বন্ধু প্রতিদিনের উদ্যোগে দুইযুগে প্রবেশ উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও খাবার বিতরণ করা হয়।
বন্ধু প্রতিদিনের আহ্বায়ক ও এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মজিদ সরকার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা বাসসের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস্, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি হিরক গুন,বার্তা সংস্থা পিপ এর জেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন টুটুল, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, মুক্তিযোদা ও সাংবাদিক মান্না রায়হান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম,দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি আল আমিন হোসেন, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক সেলিম শিকদারসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। বস্তুনিষ্ঠ ও আকর্ষনীয় সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের হৃদয়ের স্থান করে নিয়েছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বাংলাদেশ প্রতিদিন সুনাম অর্জন করেছেন। বক্তারা দেশের শীর্ষ স্থানীয় পত্রিকাটি সাফল্যের সাথে এক যুগ অতিক্রম করায় পত্রিকার সম্পাদক নঈম নিজামকে ধন্যবাদ জানান এবং সংবাদপটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ