'ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা'-প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) এ উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সহকারী মাধ্যমিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, ওসি তদন্ত সালাউদ্দিন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আ. সালাম বাবু, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, ক্যাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক নুরইসলাম, সাংবাদিক এরশাদ সাগর ও আমির চারু প্রমুখ।
অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, ক্যাবের সভাপতি মো. কবীর হোসেন, সাংবাদিক মো. ইকবাল হোসেন, বণিক সমিতির রাসেল আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ