টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের তথ্য অফিসের সহায়তায় উপজেলার বাউসা আশ্রয়ণ প্রকল্পের ৩০ জন দরিদ্র নারী সদস্যদের দক্ষতা উন্নয়নমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি সদস্যদর ১টি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এছাড়া সেলাই মেশিনের উপকরণ সহ শিক্ষা বিষয়ক ছিট কাপড় দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাউসা আশ্রয়ণ প্রকল্পে এই প্রশিক্ষণ শুরু করা হয়। চলবে ১ এপ্রিল পর্যন্ত।
প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন অমিরা হান্ডি বুটিকসপের মালিক নারী উদ্যোক্তা হাসিনা আক্তার। এতে সার্বিক সহযোগিতা করছে টাঙ্গাইল সদর উপজেলা তথ্য অফিস।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা শামীমা নাসরিন শাম্মী প্রমুখ।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, টাঙ্গাইল সদর উপজেলার দারিদ্র/হত দরিদ্র নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ ও অনলাইন বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে ধাপে ধাপে সকলকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/এমআই