দিনাজপুরের ঘোড়াঘাটের চারটি ইউনিয়নের ১৮০টি অতিদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর, পালশা, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নের অতি দরিদ্র পরিবার পেল এসব গরু।
বুধবার ঘোড়াঘাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম এসব বকনা গরু বিতরণ করেন।
গরু বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার অনুকূল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গোমেজ।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার পরিমল সরকার, মারিও মার্ডী, জেমস তপন মন্ডল, সুবীর কুমার রায়, স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেক্টশন অফিসার গোল্ডেন সরকার, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা ও ফাইন্যান্স অফিসার অভিজিৎ ঘোষ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই